‘বাংলাদেশ খেলবে চাপমুক্ত হয়ে’



• ফাইনালে জয়বার্ধনের ফেবারিট ভারত।
• বাংলাদেশের হারানোর কিছু নেই।
• বাংলাদেশ চাপমুক্ত থাকার সুবিধা পাবে।
• শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের উদ্ভুত পরিস্থিতির জন্য আম্পায়ারদের দায়ী করেছেন জয়বার্ধনে।

মাহেলা জয়াবর্ধনের ফেবারিট ভারত—নিদাহাস ট্রফির ফাইনালের আগে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় লেখা এক কলামে তিনি ভারতকে ফাইনালের ফেবারিট বললেও বাংলাদেশকে সুবিধাজনক অবস্থাতেই দেখছেন। তাঁর মতে, বাংলাদেশ আজকের ফাইনালে পুরোপুরি চাপমুক্ত থেকে খেলাতে পারবে।

বাংলাদেশের হারানোর কিছু নেই বলেই মন্তব্য তাঁর, ‘বাংলাদেশের এই ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছুই আছে। যেহেতু রাউন্ড রবিন লিগের দুটি ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে হেরেছে, তাই তারা ফাইনালে আন্ডারডগ হিসেবে খেলাটা উপভোগ করার অবস্থায় আছে। খুব বেশি প্রত্যাশার চাপ তাদের গ্রাস করবে না বলেই মনে হয়।’

সাবেক লঙ্কান অধিনায়কের মতে, টি-টোয়েন্টি ক্রিকেট হচ্ছে চাপ জয় করার লড়াই। তবে ব্যাটিং সামর্থ্যে তিনি বাংলাদেশকেই কিছুটা এগিয়ে রাখতে চান, ‘ভারত পেস বোলিং ডিপার্টমেন্টে অনেক এগিয়ে। কিন্তু ব্যাটিংটা ধরলে ব্যাপারটা সমানে-সমান। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং অনেক কিছুই করতে পারে। অভিজ্ঞতায় তারা এগিয়ে। তবে দিনের শেষে চাপটা যারা ভালোমতো মোকাবিলা করতে পারবে, তারাই এগিয়ে থাকবে। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সদ্ব্যবহার করার ওপরও অনেক কিছুই নির্ভর করছে।’

আজই ধরা দেবে প্রথম শিরোপা?



মাঠে এত ঘটনার পরও পরশু নিজের আবেগ নিয়ন্ত্রণ করে ম্যাচ জিতিয়ে ফিরেছেন। এমন চওড়া হাসিতেই তো মানায় মাহমুদউল্লাহকে। কাল সদলবলে রাতের খাবার খেতে যাওয়ার সময়। ছবি: শামসুল হকস্টেডিয়ামের সামনে টিকিট কাউন্টার আছে। আছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সামনেও। কোথাও তেমন ভিড় নেই। থাকার কথাও অবশ্য নয়। নিজের উৎসবে নিজেই বসে থেকে অন্যের নাচ কেই-বা দেখতে চায়!
নিদাহাস ট্রফিটা তো শ্রীলঙ্কারই উৎসব। শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্ট। লঙ্কান শব্দ ‘নিদাহাস’ মানে স্বাধীনতা। যে কারণে টুর্নামেন্টের শুরু থেকেই সবখানে ছিল উদযাপনের ডাক। অথচ উদযাপনের শেষ মঞ্চে শ্রীলঙ্কা শুধুই দর্শক। ফাইনালে আজ ট্রফির জন্য যুদ্ধে নামবে বাংলাদেশ ও ভারত।
তা উদযাপনের এই ট্রফিতে শেষ হাসিটা কার হবে?
শ্রীলঙ্কার মানুষ কাকে সমর্থন দেবে, কে জানে। হয়তো ভারতের দিকেই সমর্থনটা বেশি থাকবে। বাংলাদেশ যে ফাইনালে উঠল, তা তো তাদেরই বিদায় করে দিয়ে। টুর্নামেন্টে চার ম্যাচের দুটি জিতেছে বাংলাদেশ, দুটিই শ্রীলঙ্কার বিপক্ষে। দুটি জয়ই আবার রুদ্ধশ্বাস উত্তেজনা উপহার দিয়ে।
একবার শ্রীলঙ্কার ২১৪ টপকানো দুই বল হাতে রেখে। আর দ্বিতীয়টি পরশু মহানাটকীয় ‘সেমিফাইনালে’। ৪ বলে ১২ রানের সমীকরণের নখ কামড়ানো উত্তেজনার মাঝে মাহমুদউল্লাহর ছক্কায় ১ বল হাতে রেখে বাংলাদেশের জয়। শ্রীলঙ্কা স্তব্ধ। একটু ক্ষুব্ধও যেন। শেষ ওভারে নো বল হওয়া-না হওয়া নিয়ে নাটকের মাঝে মাঠে যেভাবে লেগে গেল শ্রীলঙ্কা আর বাংলাদেশের খেলোয়াড়দের, ক্ষোভ সেটি নিয়ে। আম্পায়ারদের ভুল এড়িয়ে সবার নজর বাংলাদেশ কেন মাঠে তর্ক করল, সেটি নিয়ে। মুরালিধরনের বলকে নো বল ডাকার প্রতিবাদে অর্জুনা রানাতুঙ্গার মাঠ ছেড়ে যাওয়ার স্মৃতি আঁকড়ে ধরে রাখা লঙ্কানদের বিরক্তি সাকিব ওভাবে খেলোয়াড়দের মাঠ ছেড়ে আসতে বললেন কেন, সেটি নিয়ে।

‘নেপালে চিকিৎসায় ঘাটতি ছিল না’



নেপালে যাওয়া বাংলাদেশি চিকিৎসকেরা বলেছেন, বিমান বিধ্বস্তে আহত ব্যক্তিদের চিকিৎসায় এখানে কোনো ঘাটতি ছিল না। নেপালের পক্ষ থেকে আন্তরিকতার সঙ্গেই যথাসম্ভব সেবা দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে আসা মেডিকেল দলের সদস্য হোসাইন ইমাম আজ শনিবার প্রথম আলোকে এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক।
গত সোমবার ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজটি নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে ৫১ জন নিহত হন। এর মধ্যে ২৬ বাংলাদেশি। আহত হন ১০ বাংলাদেশি নাগরিক। তাঁদের সেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত বৃহস্পতিবার ছয় সদস্যের একটি মেডিকেল দল পাঠানো হয়।
হোসাইন ইমাম বলেন, ‘এই মেডিকেল দলের সদস্যরা নেপালে আসার পর সমস্ত রোগীকে আমরা দেখেছি। পুরো চিকিৎসাব্যবস্থাকে আমরা আমাদের মতো করে পর্যালোচনা করেছি।’

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে আদেশ রোববার




রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে সংসদীয় আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে করা রিটের ওপর রোববার আদেশ দেবেন হাইকোর্টের একক বেঞ্চ। এ সংক্রান্ত রিটের ওপর জারি করা রুলের শুনানি নিয়ে আদেশের এই দিন ধার্য করা হয়। 


শনিবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশের এ দিন ধার্য করেন। এর আগে গত ১৫ জানুয়ারি বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি নিয়ে রুল জারি প্রশ্নে বিভক্ত আদেশ দেন। 

টাইগারদের জন্য কোটি টাকা পুরস্কার ঘোষণা

     

দুর্দান্ত ছক্কায় অবিস্মরণীয় জয়ের পর থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ দল। এবার তাদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিলেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।
শনিবার সকালে কলম্বোতে তিনি এই ঘোষণা দেন। রোববার ফাইনালে ভারতের বিপক্ষে জিতলে পুরস্কারের টাকার অঙ্ক আরও বাড়বে বলে জানান পাপন।
অবিস্মরণীয় জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া দেশ ও বিদেশের অনেক নামিদামি ব্যক্তিত্ব বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কায় শেষ পর্যন্ত যে জয়টি এসেছে, তা কেবল একটি জয় ছিল না! তা ছিল ভেতরে পুষে রাখা বহুদিনের যন্ত্রণা ও ক্ষোভ থেকে ‘বিষ’ হয়ে ওঠা সাপের ছোবল। ম্যাচ শেষে যার প্রতিটি ছোবলে নীল হয়েছে শ্রীলংকা।
শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। লংকার সামনে জয়ের জন্য যে ক্ষুুধার্ত বাংলাদেশকে দেখা গেছে, তারা উপহার দিয়েছে এমন এক অবিস্মরণীয় সমাপ্তির ম্যাচ, যাকে অভিহিত করা যায় ২০১৬ বিশ্বকাপ ফাইনাল-পরবর্তী সেরা টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে। আর কলম্বোয় টগবগে এই বাংলাদেশই রোববার ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে।

‘বাংলাদেশ খেলবে চাপমুক্ত হয়ে’

• ফাইনালে জয়বার্ধনের ফেবারিট ভারত। • বাংলাদেশের হারানোর কিছু নেই। • বাংলাদেশ চাপমুক্ত থাকার সুবিধা পাবে। • শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ...